পৃথিবীর কোটি কোটি মানুষের স্বপ্ন এই বিল্ডিং কে একবার চোখে দেখার । আর বিশেষ করে বুর্জ খলিফা এলইডি শো দেখার জন্য মানুষের মনে কৌতুহলের শেষ নেই । দুবাইয়ের এল ইডি স্ক্রীন শো সারা পৃথিবীতে অনেক বেশি জনপ্রিয়।
আমাদের এই পর্বে আজকের বিষয় হল এত বড় বিল্ডিংয়ে কিভাবে এলইডি স্ক্রিনে শো করানো হয়। বুর্জ খলিফার এই এলইডি শো স্ক্রীন শো এর পিছনে আসল রহস্য জানবো। প্রথমে আমরা জানব এই এলইডি শো টি কিভাবে সম্পাদন করে থাকে ইঞ্জিনিয়ার।
এমনিতে দেখতে এই বিল্ডিং একটি সাধারণ বিল্ডিং হলেও যখন এই বিল্ডিং এ এল ইডি স্ক্রীন সো করানো হয় তখন মানুষ অবাক হয়ে রয়ে যায় এবং ভাবতেই থাকে যে কিভাবে এই এল ইডি স্ক্রিনের শো করানো হয়। আর এই বিষয়ে জানার জন্য মানুষের মনে কৌতুহলের শেষ নেই।
👉 পৃথিবীর সব থেকে বড় বিল্ডিং, বুর্জ খলিফা এ এল ইডি স্ক্রীন শো এর পিছনে আসল রহস্য কি ?
বেশিরভাগ মানুষ এটা ভাবেন যে বুর্জ খলিফা তে যখন এই এল ইডি স্ক্রিন শো প্রোগ্রামটি হয়ে থাকে তখন দূর থেকে এই বিল্ডিং এর উপর কোন প্রজেক্টরের মাধ্যমে আলো ফেলা হয় ঠিক যেমনটা সিনেমা হলে হয়ে থাকে
কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল। তাহলে এখন সব থেকে বড় প্রশ্ন তারা কিভাবে এই এল ইডি স্ক্রিন শো টা পৃথিবীর মানুষের কাছে পেজেন্ট করায়।
সব থেকে বড় কথা বুর্জ খলিফা এই দৃশ্য দেখানোর জন্য কোন টাকা পয়সা নেয় না, বিশেষ করে কোন দেশের স্বাধীনতা দিবস উপলক্ষে সেই দেশকে সম্মান করার উদ্দেশ্যে সেই দেশের জাতীয় পতাকা এল ইডি স্ক্রিন শো এর মাধ্যমে দেখানো হয়।
এছাড়া আর কোনো বিখ্যাত সেলিব্রেটি র জন্মদিনে বুর্জ খলিফা সেই সেলিব্রেটিকে উইশ করে এই এলইডি স্ক্রিন সো এর মাধ্যমে।
তাছাড়া কোন বড় কোম্পানির বিজ্ঞাপন ও অনেকবার বুর্জ খলিফা তে এলইডি স্ক্রীন সো এর মাধ্যমে দেখা গিয়েছে। অর্থাৎ কোন কোম্পানি যদি বুর্জ খলিফা তে এডভার্টাইজমেন্ট দেখাতে চাই তাহলে সেটার ক্ষেত্রে অনেক বড়ো মাপের টাকা বুর্জ খলিপার কর্তৃপক্ষকে দিতে হয়। Samsung কোম্পানির Samsung galaxy s9 এই মোবাইলটার এডভার্টাইজমেন্ট বুর্জ খলিফা তে দেখানো হয়েছিল এবং তাতে বুর্জ খলিফার কর্তৃপক্ষকে ৩০ সেকেন্ডের এডের জন্য ৫০ কোটি টাকা দিতে হয়েছিল। এখন আমরা জানবো যে এই বুর্জ খলিফা এলইডি স্ক্রীন সো কিভাবে করা হয়।
এর নাম এল ইডি বলা হয় কারণ এটি পুরোপুরো একটা এল ইডি সো , ছোটো ছোটো এলইডি বাল্বের মাধ্যমে দেখানো। বুর্জ খলিফাই পুরো বিল্ডিং এ এল ই ডি স্ক্রীন লাগানো রয়েছে ।
বুর্জ খলিফার সামনের দিকে শুধুমাত্র এলইডি স্ক্রিন লাগানো রয়েছে বাকি তিন পাশে এল ইডি স্ক্রীন লাগানো নেই। এই এলইডি স্কিন গুলি সাধারণ স্ক্রিনের থেকে অনেক বেশি শক্তিশালী হওয়ার কারণে যখন কোন এলইডি স্ক্রিনে দেখানো হয় তার ব্রাইটনেস ৪০ শতাংশে রাখা হয়। বুর্জ খলিফা তে লাগানো এই এলইডি স্ক্রিন এমনি এল ইডি স্ক্রিনের মতনই হয়ে থাকে। অপারেটর সেটি কে কম্পিউটারের মাধ্যমে সেট করে দেই এবং যেটা পুরো বুর্জ খলিফাতে দেখানো হয়ে থাকে। মজার ব্যাপার এই এই এল ইডি স্ক্রিন সো টি দেখার জন্য আপনাদের কিন্তু অনেক দূরে যেতে হবে। আপনি যত দূর থেকে এই জিনিসটা দেখবেন তত ক্লিয়ার দেখতে পাবেন। এবং কাছাকাছি গেলে আপনি কিছুই বুঝতে পারবেন না।এল ইডি স্ক্রিনে লাইটগুলো কিন্তু বুর্জ খলিফা গায়ে লাগানো নেই এগুলি লাগানো রয়েছে বুর্জ খলিফার জানালার ধার বরাবর।
এই এলইডি স্ক্রিনের কালার ব্রুজ খলিফার জানালার কালার একি হওয়ার কারণে কেউ বুঝতেই পারে না যে এখানে এলইডি স্কিন লাগানো রয়েছে। এই এল ইডি শো এর জন্য ১০০০ কিলোওয়াট এর বিদ্যুতের খরচ হয়।
অসংখ্য ধন্যবাদ আপনাকে ।
0 মন্তব্যসমূহ