আপনি যদি ভেবে থাকেন যে শুধুমাত্র সিনেমার হিরোরাই হ্যান্ডসাম হয় তাহলে কিন্তু ভুল ভাবছেন কারণ পৃথিবীতে এমন সব ফুটবলার রয়েছে যাঁরা সিনেমার হিরোদের হার মানাবে। পৃথিবীতে এমন কিছু ফুটবলার আছে যাদের হ্যান্ডসাম লোক এবং কিলার স্মাইল হাজার হাজার মেয়েদের মন জয় করে নিয়েছে। আজকে আমরা জানবো পৃথিবীর সবচেয়ে সুন্দর পাঁচ জন ফুটবলার সম্পর্কে । 


👉আমাদের এই লিস্টে ৫ নম্বর স্থানে যে ফুটবলারটির নাম উঠে এসেছে তাঁর নাম হল জিরাড পিকে।

জিরাড পিকে কে বলা হয় বার্সেলোনা টিমের বেস্ট ডিফেন্ডার জিরাট যখন তার হ্যান্ডসাম লুক নিয়ে মাঠে নামে তখন মেয়েরা তার থেকে তাকিয়ে থাকে। তার পার্সোনাল লুক ও খেলার অ্যাটিটিউড এর জন্য তাকে পৃথিবীর অন্যতম হ্যান্ডসাম ফুটবলারের  লিস্টে ৫ নম্বরে রাখা হয়েছে।

👉 এ লিস্টে ৪ নম্বর স্থানে রয়েছে লিওনেল মেসি।

পৃথিবীর সবচেয়ে হ্যান্ডসাম ফুটবলারের লিস্টে চার নম্বর স্থানে রয়েছে  লিওনেল মেসি। লিওলেন মেসি পৃথিবীর একমাত্র ফুটবলার যার কোন টাইটেলের অভাব নেই আপনি যা টাইটেলস দেবেন মেসি সেটাতেই মানাবে। আর্জেন্টিনার এই ফুটবলার এর কিউটনেস ও এটিটিউট মেয়েদের ক্রাশ খাবার জন্য যথেষ্ট। আর সারা পৃথিবী জুড়ে লিওনেল মেসের সৌন্দর্য ও ফুটবল খেলার স্কিন নিয়ে আলোচনা হতে থাকে প্রতিনিয়ত। সারা পৃথিবীতে রোনাল্ডোর উপর সবথেকে বেশি মানুষ মেসিকে ফলো করেছে।

👉 এ লিস্টে তিন নম্বর স্থানে রয়েছে অলিভার জিরড।

ফ্রেঞ্চ ফুটবলার অলিভার কি পৃথিবীর সব থেকে হ্যান্ডসাম স্ট্রাইকার বলা হয়ে থাকে। বর্ধমান সময়ে তার বয়স ৩৫ হলেও তার পার্সোনালিটি ও হ্যান্ডসাম লোক হাজারো মেয়ের ক্রাশ খাওয়ার জন্য যথেষ্ট। তার সবথেকে আকর্ষিত বিষয় হলো ইউনিক ট্যাটো তার কারণে অলিভার খুব বেশি পরিচিত।

👉 এই লিস্টের দু'নম্বর স্থানে রয়েছে ডেভিড বেকাম।

 পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুটবলারের দু'নম্বর স্থানে রয়েছে ডেভিড বেকাম। ইংল্যান্ডের এই কিংবদন্তি হ্যান্ডসাম লুক দিয়ে হাজারো মানুষের মন জয় করে নিয়ে। ডেভিড বেকাম এর লুক এর কারণে পৃথিবীর বড় বড় কোম্পানিগুলি তার পিছনে ঘুরছে তাকে দিয়ে এডভার্টাইজমেন্ট করানোর জন্য। তিনি অনেক বড় বড় ক্লাবের হয়ে খেলছেন বর্তমানে তার বয়স ৪৫ পার হয়ে গেল তাকে দেখে সেটা বোঝা যায় না।

👉 লিস্টের এক নম্বর অর্থাৎ পৃথিবীর সবচেয়ে হ্যান্ডসাম ফুটবলারের নাম হল ক্রিস্টিয়ানো রোনাল্ডো।

পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুটবলার হলো ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আর এই বিষয়ে কোন মানুষের কোনো সন্দেহ থাকার কথা নেই। রোনাল্ডোর যেমন রয়েছে  হাইড আর সেই অনুপাতে পারফেক্ট বডি। পৃথিবীর সবচেয়ে বড় বড় কোম্পানির এডভার্টাইজমেন্ট করে থাকে রোনাল্ড। সব থেকে বড় কথা ক্রিস্টিয়ানো রোনালদো এতটাই জনপ্রিয় যে পৃথিবীর সব থেকে বেশি মানুষ থাকে instagram এ ফলো করে রেখেছি। তার ইনস্টাগ্রাম ৪০০ মিলিয়নের বেশি ফলোয়ার্স রয়েছে।

ধন্যবাদ।