একই রিসোর্টে অবসর কাটাচ্ছেন রেস্মিকা বিজয়।Princecretion#Rasmika#Bijoy#Tesmikabijoy#3


       একই রিসোর্টে অবসর কাটাচ্ছেন রেস্মিকা বিজয়।

? যুগল রাস্মিকা মান্দানা ও বিজয় দেবরকোন্ডা। গত ৭ই অক্টোবর সকালে মালদ্বীপের উদ্দেশ্যে ভারত ছাড়েন এই জুটি এ দিন । বিমানবন্দরে অনেকের ক্যামেরা বন্দি হন সেই জুটি। 


এসব খবর ছাড়াও এদিকে নতুন গুঞ্জন হল মালদ্বীপে একেই রিসোর্টে অবসর কাটাচ্ছেন রাস্মিকা ও বিজয়। রাস্মিকা একটি ছবি instagram এ পোস্ট করেছেন আর সেই ছবিকে কেন্দ্র করে চারিদিকে হইচই লেগেছে।


ছবিতে দেখা যায় সুইমিং পুলের পাশে বসে আছেন রাস্মিকা। তার চোখে চশমা এই চশমা দিয়ে কেন্দ্র করে দুইয়ে দুই দুই চার মিলিয়েছেন নেটিজেনরা।

 অনেকের দাবি যে ভারতের বিমানবন্দর এই বিজয়ের চোখে চশমাটি ছিল সেই চশমা পড়ে মালদ্বীপের একটি রিসোর্টে ক্যামেরা বন্দী হয়েছেন রাস্মিকা। কিন্তু এই তথ্যটা কতটা সত্যি তা এখনো স্থির হয়নি। ফ্যান ফলোয়ারদের মধ্যে অনেকেই কমেন্ট করছেন 'তুমি বিজয় চশমা পড়েছ 'এবং অন্য একজন কমেন্ট করেছি 'তোমার ছবিটা বিজয় তুলে দিয়েছি' ।


ভারতীয় দক্ষিণ সিনেমা যারা দেখেন তাদের বেশির ভাগ মানুষ জানে তাদের প্রেমের গল্প। 'গীতগোবিন্দ' ও 'ডিয়ার কমরেড' প্রভৃতি সিনেমায় অভিনয় করেন তারা দুজনে।


আর এসব সিনেমার মধ্য দিয়ে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে এরপর বিজয় দেবর কন্যার সঙ্গে রেশমি কাজল হয়েছে বিয়ে করতে যাচ্ছেন। তবে বারবার এই গুঞ্জন কে মিথ্যা বলে প্রমাণ করেছেন তারা ।


সম্প্রতি করন জোহরের 'কফি উইথ করানো' শোও তে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন বিজয় দেবরকোন্ডা। রাস্মিকা র সঙ্গে দীর্ঘদিনের প্রেমের গুঞ্জন এর বিষয়ে বিজয়কে প্রশ্ন করেন করন জোহার। এ সময় বিজয় দেবরকোন্ডা বলেন - 'আমি দুটি সিনেমায় রাসমিকার সঙ্গে কাজ করেছি। আমার রাস্মিকা আমার প্রিয় ,তাকে আমার ভালো লাগে। সে আমার খুব ভালো বন্ধু।

তবে জিমে যাওয়া চুপিচুপি শহর ছেড়ে ছুটি কাটানোর এসব কীর্তিকলাপ নিয়ে অনুরাগীদের আগ্রহে শেষ নেই।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ